১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ এএম নেপালে ছাত্র-জনতার বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী কেপি শর্মার পদত্যাগ ও পলায়নের পর কে হবেন দেশটির নতুন প্রধানমন্ত্রী, এ নিয়ে আলোচনা চলছে। ইতোমধ্যে কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহকে প্রধানমন্ত্রী করার ব্যাপারে সামাজিক মাধ্যমে প্রচার শুরু হয়েছে। দ্য কাঠমান্ডু পোস্টের স¤পাদকীয়তেও বালেন্দ্র শাহর নেতৃত্বে নতুন সরকারের রূপরেখা কেমন হতে পারে তা বলা হয়েছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এক সময় র্যাপার ছিলেন বালেন্দ্র শাহ। তিনি বেশি পরিচিত বালেন নামে। পরবর্তীতে তিনি রাজনীতিতে জড়ান। গত কয়েকদিন ধরে তরুণদের আন্দোলনের সময়ও তিনি সমর্থন জুগিয়েছেন। কেপি শর্মার পদত্যাগের পর আন্দোলনকারীদের অনেকে তাকে নেপালের নেতৃত্ব আসার আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগের মাধ্যম এক্স-এ অনেকে ‘বালেন দাই, টেক দ্য লিড’ হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করছেন। এদিকে প্রধানমন্ত্রী কেপি শর্মার পদত্যাগের...