ইসলাম এমন এক জীবনব্যবস্থা, যার কেন্দ্রে রয়েছে আল্লাহর প্রতি একনিষ্ঠতা ও মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ। এই ভ্রাতৃত্ববোধ কেবল নামেমাত্র কোনো সম্পর্ক নয়, বরং এটি এক শক্তি, যা মুসলিম উম্মাহকে একত্র করে একটি অটুট বন্ধনে আবদ্ধ করে। মুসলিম ঐক্য তাই কোনো তাত্ত্বিক বিষয় নয়, বরং বাস্তব জীবনে শক্তি, সাহস ও মর্যাদার উৎস। ইতিহাস সাক্ষী, যখন মুসলিমরা ঐক্যবদ্ধ ছিলেন, তখন তারা জগৎকে ন্যায়, সত্য ও মানবিকতার আলোকধারায় আলোকিত করেছিলেন। আবার বিভক্ত হলে তারা দুর্বল হয়ে পড়েছেন, শত্রুর হাতে পরাজিত হয়েছেন এবং বিশ্বমঞ্চে তাদের কণ্ঠস্বর ক্ষীণ হয়ে গেছে। আজকের পৃথিবীতে মুসলিম উম্মাহ নানামুখী সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ফিলিস্তিন, কাশ্মীর, ইয়েমেন কিংবা মিয়ানমার, প্রতিটি জায়গায় মুসলিমরা নির্যাতন ও নিপীড়নের শিকার। অথচ এককভাবে বা বিভক্ত অবস্থায় এসব অন্যায় প্রতিরোধ করা সম্ভব নয়। প্রয়োজন সম্মিলিত শক্তি, যেখানে...