বাংলাদেশে শিশুমৃত্যুর হার কমে এসেছে। পাঁচ বছরের কম বয়সী বাচ্চাদের মৃত্যুহার কমানোর লক্ষ্যমাত্রা বাংলাদেশ ইতিমধ্যেই অর্জন করেছে। কিন্তু নবজাতক মৃত্যুর হার (০-২৮ দিন) এখনো আশানুরূপভাবে কমেনি। যেসব কারণে নবজাতক শিশু মারা যায়, তাদের মধ্যে অন্যতম কারণ হলো সময়ের পূর্বে জন্ম নেওয়া ও এ সম্পর্কিত জটিলতা। বিশে^র যে কয়টি দেশে সময়ের পূর্বে নবজাতক জন্মের (৩৭ সপ্তাহ গর্ভকাল পূর্ণ হওয়ার পূর্বে) হার বেশি বাংলাদেশ তার মধ্যে শীর্ষস্থানীয়। আমাদের দেশে শতকরা ১৬ ভাগ নবজাতকই ৩৭ সপ্তাহের আগে জন্মগ্রহণ করে। অপরিণত নবজাতকের নানাবিধ জটিলতা হতে পারে যেমন শ্বাসকষ্ট, জন্ডিস (হলুদ হয়ে যাওয়া), শ্বাস বন্ধ করে ফেলা, পেট ফুলে যাওয়া, খিঁচুনী ইত্যাদি। এসব জটিলতার সঠিক চিকিৎসা ও বিশেষ যতœ প্রয়োজন। এ ধরনের বিশেষ নবজাতকদের ডেলিভারি যখন আসন্ন, হাসপাতালে ডেলিভারি হওয়া খুবই জরুরি। পাশাপাশি যেসব হাসপাতালে...