হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক চিকিৎসক আশীষ কুমার চক্রবর্তী জানান, তার রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে এবং সংক্রমণ বেড়ে গেছে। এছাড়া কিডনি জটিলতাও রয়েছে। ফলে তিনি স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছেন না। এজন্য তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। সব মিলিয়ে তার অবস্থা আশঙ্কাজনক।ফরিদা পারভীন দীর্ঘদিন ধরে কিডনি জটিলতা ভুগছেন। গত ২ সেপ্টেম্বর তাকে ডায়ালাইসিসের জন্য হাসপাতালে নেওয়া হয়। কিন্তু ডায়ালাইসিসের পর শারীরিক অবস্থার অবনতি দেখা দেয়। ফলে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। আজ অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।ফরিদা পারভীনের স্বামী যন্ত্রসংগীতশিল্পী গাজী আবদুল হাকিম জানান, সার্বিকভাবে তার অবস্থা ভালো নয়। গত কয়েক মাসে তাকে চারবার আইসিইউতে নেওয়া হয়েছে। ফুসফুস আর কিডনিজনিত নানা জটিলতা রয়েছে তার। ফরিদা পারভীন দীর্ঘদিন ধরে কিডনি জটিলতা ভুগছেন। গত ২ সেপ্টেম্বর তাকে ডায়ালাইসিসের জন্য হাসপাতালে নেওয়া হয়। কিন্তু...