চট্টগ্রামের মিরসরাই উপজেলায় জার্মান বহুজাতিক প্রতিষ্ঠান আইভি ভোগট-এর সহযোগী প্রতিষ্ঠান সোনাগাজী সোলার পাওয়ার লিমিটেড শতভাগ বৈদেশিক বিনিয়োগে ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে।এই প্রকল্পের জন্য ইতোমধ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)-এর সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি (PPA) এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (PGCB)-এর সঙ্গে বাস্তবায়ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রকল্প বাস্তবায়নের জন্য মিরসরাই উপজেলার গেরামারা মৌজায় ভূমি মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে ১৪২.৫৫ একর জমি ক্রয় করা হয়েছে। বর্তমানে জমি উন্নয়ন কাজ দ্রুতগতিতে চলছে। আগামী বছরের মাঝামাঝি সময়ে ৭ কিলোমিটার দীর্ঘ সঞ্চালন লাইন স্থাপন শেষে বারৈয়ারহাট ১৩২/৩৩ কেভি সাব-স্টেশনের মাধ্যমে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে বলে আশা করা হচ্ছে।স্থানীয় সূত্রে জানা গেছে, প্রকল্পের কাজ ঘিরে বহু মানুষের কর্মসংস্থান হয়েছে, যা এলাকার অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জীবনমান উন্নয়নে...