জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সৈকত মিয়া ওরফে মনুকে (২২) গ্রেফতার করেছে র্যাব-১। র্যাব জানায়, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে ভাটারা থানাধীন ৩০০ এক্সপ্রেসওয়ের এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে র্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. পারভেজ রানা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। র্যাব জানায়, ১৩ বছর বয়সী এক নাবালিকা শিশুকে গণধর্ষণের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি (কয়েদি নং ৫৫৩১/এ) মনু। সে জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থান চলাকালে অন্যান্য কয়েদিদের সঙ্গে যোগসাজশে কারারক্ষীদের জিম্মি করে কারাগারের গেট...