ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ (ডাকসু) নির্বাচনের মতো হল সংসদ নির্বাচনেও অধিকাংশ পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছেন। তবে মেয়েদের হলগুলোতে স্বতন্ত্র প্রার্থী ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) সমর্থিত প্রার্থীরা এগিয়ে রয়েছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোররাত থেকে এসব কেন্দ্রের ফল প্রকাশ শুরু হয়। জয়ী প্রার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। হাজী মুহম্মদ মুহসীন হলে ভিপি পদে নির্বাচিত হয়েছেন সাদিক সিকদার, জিএস পদে নির্বাচিত হয়েছেন রাফিদ হাসান সাফওয়ান, এজিএস পদে নির্বাচিত হয়েছেন আব্দুল মজিদ। তারা সবাই ছাত্র শিবির সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন। শেখ মুজিবুর রহমান হলে ভিপি, জিএস ও এজিএস তিন পদেই শিবির সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছেন। এ হলে মো. মুসলেমুর রহমান, জিএস পদে আহমেদ আল সাবাহ, এজিএস পদে মুশফিক তাজওয়ার মাহির নির্বাচিত হয়েছেন। শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে সহ সভাপতি পদে আহসান...