কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়ে মাদকাসক্ত এক চাচার হাতে হত্যার শিকার হয়েছে মাত্র ৪ বছরের শিশু রাইসা মনি রাহী। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ঘটে যাওয়া এই নির্মম ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে।স্থানীয় সূত্র জানায়, নিহত শিশুটি তার বাড়িতে খেলা করছিল। হঠাৎই তার মাদকাসক্ত চাচা নুরুল হাকিম (২২) তাকে দা দিয়ে কুপিয়ে আঘাত করে। আহত শিশুটিকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।পরিবারের অভিযোগ, নুরুল হাকিম দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদকে আসক্ত। নেশার টাকার জন্য প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে বাগবিতণ্ডা করত। ঘটনার দিনও নেশার জন্য টাকা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে শিশুটিকে হত্যা করেছে বলে পরিবার দাবি করেছে।খবর পেয়ে ঈদগড় পুলিশ ফাঁড়ির নবাগত ইনচার্জ এসআই খোরশেদ আলম ও এএসআই শামসুদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে এলাকায় এখনও হত্যাকারী চাচাকে...