জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের আগের রাতে বিধি লঙ্ঘন করে বিএনপির অ্যাক্টিভিস্ট মারুফ মল্লিক ও ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি নির্বাচন কমিশন কার্যালয়ে গেছেন। এ নিয়ে তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছেন প্রার্থী ও শিক্ষার্থীরা। বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে সিনেট ভবনের জাকসু নির্বাচন কমিশনের কার্যালয়ে আসেন তারা। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, বিএনপি অ্যাক্টিভিস্ট মারুফ মল্লিক, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি নির্বাচন কমিশন কার্যালয়ে প্রবেশ করেন। সে সময় কক্ষে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ আব্দুর রব ও বিএনপিপন্থি শিক্ষক অধ্যাপক বোরহান উদ্দিন। সেখানে উপস্থিত জাকসুর কয়েকজন প্রার্থী বিষয়টি নিয়ে প্রতিবাদ জানান। সেখানে উপস্থিত একজন প্রশ্ন করেন, ‘স্যার এরা এখানে কী করে?’ এ বিষয়ে জানতে চাইলে মারুফ মল্লিক ও নাজমুল হাসান...