ভারতের সুপ্রিম কোর্টে দেশটির রাষ্ট্রপতির রেফারেন্স সম্পর্কিত একটি রায়ের শুনানিতে নেপাল ও বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কথা তুলে ধরা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে সুপ্রিম কোর্টে গত ১২ এপ্রিল দেওয়া আদালতের একটি আদেশের ওপর রাষ্ট্রপতির রেফারেন্সের শুনানির সময় চলতি সপ্তাহে নেপালে এবং গত বছরের জুলাইয়ে বাংলাদেশে আন্দোলনের কথা উল্লেখ করা হয়। খবর এনডিটিভির। খবরে বলা হয়, সুপ্রিম কোর্টের ওই আদেশে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও রাজ্যপালদের রাজ্যগুলোর বিল অনুমোদনের জন্য সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছিল। ভারতীয় সংবিধানের কথা উল্লেখ করে প্রধান বিচারপতি বি আর গাভাই বলেন, ‘আমরা আমাদের সংবিধানের জন্য গর্বিত। আমাদের প্রতিবেশী দেশগুলোতে কী ঘটছে তা দেখুন। নেপাল, আমরা দেখেছি।’ নেপালে এই সপ্তাহের সহিংস আন্দোলনে ২১ জন নিহত হয়েছেন। এ সময় ২০২৪ সালে বাংলাদেশে ছাত্র-জনতা নেতৃত্বাধীন আন্দোলনের কথা স্মরণ...