১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম সব মত ও আদর্শের সঙ্গে মিলে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছেন ডাকসু নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে বিজয়ী ইসলামী ছাত্রশিবিরের আবু সাদিক কায়েম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চমৎকার একাডেমিক পরিবেশ নিশ্চিতের প্রতিজ্ঞা করে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ধর্মের, যে পথের, যে মতের, যে আদর্শের লোক হোক না কেন, আমরা সবাই একসঙ্গে কাজ করব। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাল্টিকালচারাল ইনস্টিটিউট হিসেবে বিনির্মাণ করব। আমাদের প্রতিজ্ঞা, আমরা বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসেবে পরিণত করব। একজন শিক্ষার্থী প্রথম বর্ষ থেকে চমৎকার একাডেমিক এনভায়রনমেন্ট এখানে পাবে। গবেষণার পরিবেশ থাকবে। তার আবাসন নিয়ে ভাবতে হবে না। খাদ্যের নিরাপত্তা থাকবে। স্বাস্থ্যের নিরাপত্তা থাকবে এবং আমাদের নারীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস আমরা গড়ে তুলব। গতকাল বুধবার ডাকসু নির্বাচনের...