১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম ইংরেজিতে একটি উক্তি রয়েছে, ‘নো দাই সেলফ’ (নিজেকে জানো)। গ্রিক দার্শনিক সক্রেটিসের এই উক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল বিএনপিকে নিজের চিন্তা, অনুভূতি, বিশ্বাস, মূল্যবোধ, শক্তি ও দুর্বলতা গভীরভাবে উপলব্ধি এবং আত্ম-জ্ঞান অর্জনের সুযোগ করে দিয়েছে। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রায় ৫ মাস আগে ব্যাপক জনপ্রিয় দলটির নীতি নির্ধারকদের ভাবনার দুয়ার ডাকসুর ভোট খুলে দিয়েছে। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গঠিত বিএনপি কোন পথে হাঁটবে সেটা তাদের নির্ধারণ করতে হবে। ‘যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবেই হবে দেখা, দেখা হবে বিজয়ে’। গানের এই লিরিকের অর্থ হলো, তোমার আকাক্সক্ষা-সংকল্প দৃঢ় থাকলে কোনো বাধাই তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছাতে বাধা দিতে পারবে...