১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ এএম গাজায় ইসরায়েলি হামলায় নিহত পাঁচ বছর বয়সী কন্যাশিশু রজবের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে নির্মিত ডকুড্রামা ‘দ্য ভয়েস অফ হিন্দ রজব’ ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে সিলভার লায়ন পুরস্কার জিতেছে। ‘সিলভার লায়ন’ এই উৎসবের দ্বিতীয় সেরা সিনেমার পুরস্কার। সিনেমাটি নির্মাণ করেছেন ফরাসি-তিউনিসীয় পরিচালক কুসারু বিন হানিয়া। গত শনিবার এই পুরস্কার ঘোষণা করা হয়। ফেস্টিভ্যালে প্রথম পুরস্কার গোল্ডেন লায়ন পেয়েছে মার্কিন চলচ্চিত্র নির্মাতা জিম জারমুশ পরিচালিত ‘ফাদার মাদার সিস্টার ব্রাদার’ সিনেমাটি। সত্য ঘটনা নিয়ে নির্মিত ‘দ্য ভয়েস অফ হিন্দ রজব’-এ উঠে এসেছে হিন্দ রজবের কথা, যে গত বছর গাজা থেকে নিরাপদ আশ্রয়ে পালাতে গিয়ে ইসরায়েলি হামলায় মারা যায়। ২০২৪ সালের ২৯ জানুয়ারি গাড়িতে থাকা অবস্থায় ইসরায়েলি হামলার মুখে পড়ে রজব, তার চাচা,...