১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম বাংলাদেশের ক্রিকেটে এক যুগের বেশি সময় ধরে কাজ করছেন শ্রীলঙ্কান পিচ কিউরেটর গামিনি ডি সিলভা। তবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রধান কিউরেটরের ভূমিকায় এই লঙ্কান তো প্রশ্নবিদ্ধ হয়েছেন-ই, পাশাপাশি সমলোচিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। শেরে বাংলা স্টেডিয়ামের সেøা উইকেটের কারণে দীর্ঘদিন ধরেই দেশের ক্রিকেট ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও দীর্ঘদিন ক্রীড়াঙ্গনে আলোচনা ছিল। অবশেষে দীর্ঘ ১৫ বছর পর এই কিউরেটরকে মিরপুর থেকে সরিয়ে দেওয়া হয়েছে। জানা গেছে, তাকে রাজশাহীতে বদলি করা হয়েছে। রাজশাহী স্টেডিয়ামে কিউরেটরের দায়িত্ব পালন করবেন গামিনি। আজই তার রাজশাহীতে যোগ দেওয়ার কথা রয়েছে বলে বিসিবির নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।এর আগে ২০১০ সাল থেকে বিসিবির পিচ কিউরেটর হিসেবে কাজ শুরু করেন গামিনি ডি সিলভা। সম্প্রতি...