১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৮ এএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৮ এএম দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় এবার সাবেক বিতর্কিত প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেফতার দেখানো হয়েছে। সংস্থাটির আবেদনের ওপর শুনানি শেষে গতকাল বুধবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ ইব্রাহিম মিয়া গ্রেফতার দেখানোর এ আদেশ দেন। গত ৬ আগস্ট এবিএম খায়রুল হকের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে রাজউকের পূর্বাচলে ১০ কাঠার প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে মামলা দায়ের করে দুদক। মামলার তদন্ত প্রক্রিয়ায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন জানানো হয় আদালতে। আবেদনের ওপর শুনানি শেষে উপরোক্ত আদেশ দেন বিচারক। পক্ষান্তরে এবিএম খায়রুল হকের আইনজীবী অ্যাডভোকেট মোনায়েম নবী শাহীন তার অসুস্থতা ও বয়সজনিত কারণে জামিন আবেদন করেন। সেটি নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। দুদক সূত্র জানায়, একাধিক হত্যা মামলায় গ্রেফতার...