১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম অন্টারিওর উইন্ডসরের একটি রেস্তোরাঁ বিশ্বের দীর্ঘতম গোশতের কাবাব রোল তৈরি করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ার চেষ্টা করেছে। স্মোকি’স বার অ্যান্ড গ্রিল অটোয়া স্ট্রিটে একটি অনন্য রেকর্ড গড়ার চেষ্টা করেছে এবং অবশেষে ৮১ ফুট লম্বা কাবাব রোল তৈরি করেছে। রেস্তোরাঁর মালিক টিগ্রান কাদিউচিয়ান এক কথোপকথনে দাবি করেছেন, আমরাই প্রথম এই রেকর্ড তৈরি করেছি, ৮০ ফুট খারাপ নয়, আমরা ভালো শুরু করেছি, পরের বার আমরা আরো ভালো করব। কাদিউচিয়ান বলেন, তার মূল ইচ্ছা ছিল ১০০ ফুট লম্বা রোল তৈরি করা, তবে সীমিত প্রস্তুতি এবং রান্নার সময় সংকোচনের কারণে এটি সম্ভব হয়নি। তিনি ঘোষণা করেন, রেস্তোরাঁটি পরের বছর একটি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করবে এবং এবার লক্ষ্য ২০০ ফুট লম্বা কাবাব রোল...