১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম আল্লাহর রাসূল (সা.) পৃথিবীতে শুধু নিছক একটি ধর্ম নিয়ে আগমন করেননি। তিনি ছিলেন পৃথিবীবাসীর জন্য শান্তি ও নিরাপত্তার অগ্রদূত। ইসলামই একমাত্র ধর্ম, যেখানে মানুষের জীবন ও মালের নিরাপত্তার ব্যাপারে বিশেষ গুরুত্ব দিয়েছে। জানমালের নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলার ব্যাপারে ইসলাম বেশকিছু নির্দেশনা দিয়েছে। মানুষের জীবনের ব্যাপারে আল্লাহ বলেন, ‘কাউকে অন্যায়ভাবে হত্যা কোরো না, যা আল্লাহ নিষিদ্ধ করেছেন, যে ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা হয় আমি তার উত্তরাধিকারকে অধিকার দিয়েছি (সে ইচ্ছা করলে রক্তের বিনিময় দাবি করতে পারে), তবে সে যেন হত্যার (প্রতিশোধ নেয়ার) ব্যাপারে বাড়াবাড়ি না করে।’ (সূরা বনি ইসরাইল, আয়াত-৩৩) আর সম্পদের ব্যাপারে আল্লাহ বলেন, ‘তোমরা একে অন্যের ধন-সম্পদ (মাল) অন্যায়ভাবে আত্মসাৎ কোরো না।’ (সূরা-বাকারা, আয়াত-১৮৮) ন্যায়বিচার না থাকলে...