১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম জাতিসংঘের সাধারণ পরিষদের নতুন সভাপতি হিসেবে জার্মানীর সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক-এর দায়িত্বগ্রহণের মধ্যদিয়ে গত মঙ্গলবার থেকে শুরু হলো সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন। সকালে নিউইয়র্কের ম্যানহাটানস্থ জাতিসংঘ সদর দপ্তরে এই অধিবেশনের উদ্বোধন হয়। অধিবেশনের মেয়াদ থাকবে আগামী বছরের অর্থাৎ ২০২৬ সালের ৮ সেপ্টেম্বর পর্যন্ত। অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক চলবে একটানা সাত দিন, ২৩ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। বিশ্ব নেতাদের সবচেয়ে বড় আসর জাতিসংঘ সাধারণ পরিষদের এবারের অধিবেশনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘একসঙ্গে ভালো : শান্তি, উন্নয়ন ও মানবাধিকারের পথে ৮০ বছর ও আরো বেশি।’ এবার উচ্চ পর্যায়ের সভার মধ্য দিয়ে ২২ সেপ্টেম্বর শুরু হবে জাতিসংঘের ৮০তম বার্ষিকী উদযাপনের অনুষ্ঠান। পরদিন ২৩ সেপ্টেম্বর থেকে বিভিন্ন দেশের রাষ্ট্র ও...