১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম ১৭টি আসরের মধ্যে দুটি বাদে বাকি সব ক’টি এশিয়া কাপেই অংশ নিয়েছে বাংলাদেশ। তিনবার শিরোপার খুব কাছে গিয়েও ফাইনালে স্বপ্নভঙ্গ হয়েছে লাল-সবুজদের। ২০১২, ২০১৬ ও ২০১৮ সালে রানাস আপ হয় বাংলাদেশ। এবার প্রায় সম্পূর্ণ নতুন একটি দল নিয়ে ফের একটি এশিয়া কাপ মিশনে টাইগার শিবির। এবারের ফরম্যাট টি-টোয়েন্টি বলে মিশন কিছুটা কঠিনই হতে যাচ্ছে বাংলাদেশের জন্য। তবে ২০ ওভারের ক্রিকেটে আগাম ধারণা করা কঠিন হলেও এই বাংলাদেশ দলকে নিয়ে আত্মবিশ্বাসর কমতি নেই আমিনুল ইসলাম বুলবুলের। বিসিবি সভাপতির বিশ্বাস, এবারের এশিয়া কাপে লম্বা পথ পাড়ি দেবে লিটন কুমার দাসের দল।এশিয়া কাপ খেলতে দেশ ছাড়ার আগে অধিনায়ক লিটন ও এই সময়ের পারফরমার জাকের আলী বলে গেছেন, চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য তাদের।...