১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ডাকসু নির্বাচনে আওয়ামী লীগের সাথে তলে তলে আঁতাত করে ছাত্রলীগের সব ভোট শিবির পেয়েছে। তিনি এ থেকে শিক্ষা নিয়ে সামনে আরো বড় পরীক্ষার জন্য বিএনপি নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। তিনি গতকাল বুধবার নগরীর পাঁচলাইশে একটি কমিউনিটি সেন্টারে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।মির্জা আব্বাস বলেন, ডাকসু নির্বাচনে বিএনপি (ছাত্রদল) হেরে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামায়াতের এত ভোট কোত্থেকে আসলো। আমার হিসাব তো মিলে না। আমি বলতে চাই না কারচুপি হয়েছে। আমি বলতে চাই, দেশে একটা গভীর ষড়যন্ত্রের আভাস পাচ্ছি। তিনি বলেন, আমরা যখন বিভিন্ন দল বসি, তখন জামায়াতের নেতারা আমাদের বলেন-ভাই খেয়াল রাখবেন আওয়ামী...