রাজবাড়ীর গোয়ালন্দে ‘নুরাল পাগলা’র দরবার শরিফে সংঘটিত সহিংস ঘটনায় হওয়া মামলাগুলোতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গত মঙ্গলবার রাতে আরও দুজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন গোয়ালন্দ পৌরসভার কাজীপাড়ার বাসিন্দা শান্ত কাজী (১৯) এবং ফরিদপুরের সালথা উপজেলার ঘটরকান্দা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আনিচুর রহমান (৩০)। এ ব্যাপারে গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, এ দুজনকে নিহত রাসেল মোল্লার বাবা আজাদ মোল্লার করা হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। ওই মামলায় অজ্ঞাতনামা সাড়ে তিন থেকে চার হাজার ব্যক্তিকে আসামি করা হয়। এর আগে পুলিশের ওপর হামলার ঘটনায় এসআই সেলিম...