বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের অন্যতম শক্তি হলো, দেশের মেধাবী বিপুল তরুণ জনগোষ্ঠী। স্বাধীনতার পর থেকে বারবার বলা হয়েছে যুবকরাই জাতির ভবিষ্যৎ আর তাদের মেধা ও শ্রম দিয়েই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ। কিন্তু বাস্তবতা হলো, আজ সেই মেধা প্রতিনিয়ত বিদেশমুখী হচ্ছে। কর্মসংস্থানের সীমিত সুযোগ, দুর্বল সামাজিক নিরাপত্তা, রাজনৈতিক অস্থিরতা, শিক্ষাব্যবস্থার সীমাবদ্ধতা, দুর্নীতি, স্বজনপ্রীতি, গবেষণার সুযোগের অভাব প্রভৃতি কারণে একের পর এক মেধাবী শিক্ষার্থী ও পেশাজীবী উন্নত জীবনের আশায় দেশ ছাড়ছেন। এ প্রবণতাকে বলা হয় ‘Brain Drain’ বা ‘মেধা পাচার’। এটি কেবল ব্যক্তিগত বা পারিবারিক পর্যায়ের ঘটনা নয়, বরং জাতির দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য একটি বড় হুমকি। বাংলাদেশ থেকে প্রতি বছর উচ্চশিক্ষার উদ্দেশ্যে শিক্ষার্থীদের বিদেশ গমন ক্রমে বৃদ্ধি পাচ্ছে। UNESCO-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৩ সালে প্রায় ৫২,৭৯৯ জন বাংলাদেশি শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য...