পানগাঁও অভ্যন্তরীণ কনটেইনার টার্মিনাল (আইসিটি) এককভাবে পরিচালনা ও ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এ ছাড়া বন্দরের ‘পশ্চাদ সুবিধাসহ হেভি লিফট কার্গো জেটি নির্মাণ প্রকল্প’ বাস্তবায়নে বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে চুক্তি করেছে সংস্থাটি। বুধবার (১০ আগস্ট) ঢাকার বিআইডব্লিউটিএর সম্মেলন কক্ষে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান, বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, নৌবাহিনীর পক্ষে রিয়ার অ্যাডমিরাল (অব.) আনোয়ার হোসেন এবং বন্দরের সদস্য (প্রকৌশল) কমডোর কাওছার রশীদ। বন্দর সচিব মো. ওমর ফারুক জানান, বিআইডব্লিউটিএর সাথে স্বাক্ষরিত চুক্তির মাধ্যমে পানগাঁও আইসিটি ও তৎসংলগ্ন প্রায় ৪৮ একর জায়গা লিজ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। প্রথম পর্যায়ে আগামী ১ ডিসেম্বর থেকে...