১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগর থেকে মাছ ধরার সময় অস্ত্রের মুখে জিম্মি করে ৫ টি মাছ ধরার ট্রলারসহ বাংলাদেশি ৩০জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। বুধবার (১০ সেপ্টেম্বর) বঙ্গোপসাগর সংলগ্ন সেন্টমার্টিনের 'সীতা' ও 'নাইক্ষ্যংদিয়া' পয়েন্ট থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন- এখানে সেন্টমার্টিনের কোন জেলে নাই। যা নিয়ে গেছে তারা সবাই টেকনাফ এবং শাহপরীরদ্বীপ ঘাটের জেলে। তিনি আরও বলেন, মূলত আরাকান আর্মি বেপরোয়া হয়ে উঠেছে। তারা প্রতিনিয়ত আমাদের জেলেদের ধরে নিয়ে যাচ্ছে। তারা এ কাজটি করার মূল কারণ হলো- এখান থেকে তারা নিত্যপ্রয়োজনীয় পণ্য পাচ্ছে না। তাই আমাদের জেলেদের অত্যাচার করতেছে। তারা চাচ্ছে তাদের...