খাগড়াছড়ি জেলা শহরের চেঙ্গি ব্রিজ এলাকায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। জানা গেছে, স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তির নাম রিঝুস চাকমা। তিনি ঘটনাস্থলেই মারা যান। অপর আহত সিজন চাকমা (২২) পানছড়ি উপজেলার তারাবন ছড়া এলাকার বাসিন্দা। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খাগড়াছড়ি আধুনিক জেলা সদর...