বুধবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ক্যাম্পাসের সিনেট ভবনের নির্বাচন কমিশন কার্যালয়ে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিক ওসমান সরদার দৈনিক যায়যায়দিনের জাবি প্রতিনিধি। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর দেওয়া তথ্য অনুযায়ী, রাতে তথ্য সংগ্রহে ওই সাংবাদিক নির্বাচন কমিশন কার্যালয়ে যান। সেখানে তিনি দেখতে পান ব্যালট বাক্স নিয়ে নির্বাচন কমিশন কার্যালয় থেকে কর্মকর্তারা বের হচ্ছেন। তাদের পাশাপাশি হেঁটে যাচ্ছেন ছাত্রদলের ওই দুই নেতাসহ আরো কয়েকজন। তিনি তখন দৃশ্যটি মোবাইলে ধারণ করেন। বিষয়টি নজরে এলে ছাত্রদল নেতা মশিউর রহমান রোজেন সাংবাদিকের মোবাইল কেড়ে নিয়ে ভিডিওটি ডিলিট করে দেন। সাংবাদিক পরিচয় দিলে এমন ভিডিও আর ধারণ না করতে বলেন তিনি। ভুক্তভোগী সাংবাদিক ওসমান বলেন, “ওই সময় আমি ব্যালট বাক্স নিয়ে যাওয়ার ভিডিও করছিলাম।...