টানা দ্বিতীয় ম্যাচে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেললেন রিফাত বেগ। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল পেল শক্ত ভিত। কিন্তু একশ পেরোনোর পর বৃষ্টির বাগড়ায় আর ব্যাটিং করতে পারল না তারা। ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে বাংলাদেশের পাঁচ ম্যাচের যুব ওয়ানডে সিরিজের তৃতীয়টি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। ব্রিস্টলে বুধবার টস হেরে ব্যাটিংয়ে নেমে বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ১৮ ওভারে ২ উইকেটে ১০১ রান করে বাংলাদেশ। ৫০ রানের উদ্বোধনী জুটি গড়ে ২৩ রান করে আউট হন জাওয়াদ আবরার। ৫৭ বলে ৭ চার ও এক ছক্কায় ৫১ রান করে ফেরেন রিফাত। আগের...