মিয়ানমারের বিরল খনিজ সম্পদে আগ্রহী হচ্ছে ভারত। খনিজ সম্পদে চীনের ওপর থেকে নির্ভরশীলতা কমাতে, মিয়ানমারের জাতিগত বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইন্ডিপেনডেন্স আর্মির (কেআইএ) সঙ্গে খনিজ রপ্তানি নিয়ে আলোচনা শুরু করেছে নয়াদিল্লি। যা রদবদল ঘটাতে পারে ভারতের মিয়ানমার নীতিতে। এ বিষয়ে অবগত চারটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, চীনের কড়া নিয়ন্ত্রণে থাকা এ কৌশলগত সম্পদের বিকল্প উৎস খুঁজছে দিল্লি। ভারতের খনিজ সম্পদ মন্ত্রণালয় রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে মিয়ানমারের উত্তর-পূর্বাঞ্চলের খনিগুলো থেকে বিরল খনিজের নমুনা সংগ্রহ ও পরিবহনের উদ্যোগ নিতে বলেছে। ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান আইআরইএল ও বেসরকারি প্রতিষ্ঠান মিডওয়েস্ট অ্যাডভান্সড ম্যাটেরিয়ালস, কেআইএ-এর সঙ্গে এ বিষয়ে আলোচনায় অংশ নিয়েছিল বলে জানান অপর তিনটি সূত্র। মিডওয়েস্ট অ্যাডভান্সড ম্যাটেরিয়ালস গত বছর বিরল খনিজ চুম্বক বাণিজ্যিকভাবে উৎপাদনের জন্য ভারত সরকারের তহবিল পেয়েছে। সূত্রগুলো জানিয়েছে, ভারতীয় কর্র্তৃপক্ষ আশা করছে সেখান...