পুঁজিবাজারের বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি পাইওনিয়ার ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার কারসাজিতে ২ ব্যক্তিকে ৩১ কোটি ৭ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বুধবার (১০ সেপ্টেম্বর) বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, গতকাল মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯৭২তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আরো পড়ুন:হিরু চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদক-মন্ত্রণালয়ে চিঠি দেবে বিএসইসিনিউ লাইন ক্লোথিংয়ের শেয়ার কারসাজি: ১৩ কোটি টাকা জরিমানা হিরু চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদক-মন্ত্রণালয়ে চিঠি দেবে বিএসইসি নিউ লাইন ক্লোথিংয়ের শেয়ার কারসাজি: ১৩ কোটি টাকা জরিমানা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১ সালের ২৪ এপ্রিল থেকে ওই বছরের ৯ সেপ্টেম্বর পর্যন্ত পাইওনিয়ার ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেনে কারসাজি করে সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে এনআরবি ব্যাংকের...