প্রজ্ঞাপনে বলা হয়, কুড়িগ্রামের সিনিয়র দায়রা জজ আদালত সুলতানা পারভীনকে ফৌজদারি মামলায় জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেছেন। তাই সরকারি চাকরি আইন অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা প্রয়োজন ও সমীচীন বলে সরকার মনে করে। সেহেতু, ২০২৫ সালের ২ আগস্ট থেকে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। এ সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। প্রজ্ঞাপনে আরও বলা হয়, অবিলম্বে এ আদেশ কার্যকর হবে। গত ২১ আগস্ট সাংবাদিক আরিফের দায়ের করা মামলায় জামিন আবেদন করেছিলেন সুলতানা পারভীন। ২ সেপ্টেম্বর শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর...