দেশের অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীতে অভিযান চালিয়ে প্রায় ১৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করেছে নৌ-পুলিশ। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে হালদা নদীর মোহনা থেকে এসব জাল জব্দ করা হয়। হালদা অস্থায়ী নৌ-পুলিশ ক্যাম্পের এএসআই রমজান আলী এ বিষয়ে নিশ্চিত করেন। চট্টগ্রাম সদরঘাট নৌপুলিশের ওসি মিজানুর রহমান বলেন, অন্যতম মিঠা পানির কার্প জাতীয় মা মাছের প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী থেকে প্রায় ১৫ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়। এদিকে উদ্ধার পরবর্তীতে জব্দ জালগুলো উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের মৌখিক নির্দেশনায় জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। ধ্বংস করা জালের মূল্য আনুমানিক সাড়ে ৪ লাখ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। দেশের অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা...