১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম স্পিনার কুলদীপ যাদব ও মিডিয়াম পেসার শিবম দুবের সামনে দাঁড়াতেই পারল না সংযুক্ত আরব আমিরাত। স্বাগতিকদের গুঁড়িয়ে রেকর্ড গড়া জয়ে এশিয়া কাপের ১৭তম আসর শুরু করল ভারত। দুবাইয়ে ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বুধবার সংযুক্ত আরব আমিরাতকে স্রেফ ৫৭ রানে গুঁটিয়ে ৯৩ বল হাতে রেখে ৯ উইকেটে জিতেছে সূর্যকুমার যাদবের দল। এশিয়া কাপের টি-টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে বেশি বল হাতে রেখে ম্যাচ জয়ের রেকর্ড এটি। এক্ষেত্রে নিজেদের ও আফগানিস্তানের রেকর্ড ভেঙ্গেছে ভারত। ২০১৬ সালে আরব আমিরাতের বিপক্ষে এবং ২০২২ সালে শ্রীলঙ্কার বিপক্ষে সমান ৫৯ বল হাতে রেখে জয় পেয়েছিল ভারত ও আফগানিস্তান। এছাড়া আরব আমিরাতের ছুঁড়ে দেওয়া ৫৮ রানের টার্গেট ৪ দশমিক ৩ ওভারে স্পর্শ করে নিজেদের টি-টোয়েন্টিতে দ্রুততম...