রাজধানীর সার্ক ফোয়ারা মোড় সংলগ্ন পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিল জলাধারের উন্মুক্ত স্থানে যেকোনো ধরনের নির্মাণকাজ থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বুধবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। একইসঙ্গে পান্থকুঞ্জ পার্ক এবং হাতিরঝিলে বিনোদন ও অন্য উদ্দেশ্যে জনসাধারণের প্রবেশাধিকারে হস্তক্ষেপ না করতেও নির্দেশ দেওয়া হয়েছে। আদালতে উপস্থিত ছিলেন রিট আবেদনকারীদের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল খান জিয়াউর রহমান। আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বলেন, আজকের এ আদেশের ফলে হাতিরঝিলের যে অংশে কাজ চলছিল বা চেষ্টা করছিল, সে অংশে এবং পান্থকুঞ্জে কোনো প্রকার নির্মাণকাজ চলবে না। তবে রাষ্ট্রপক্ষ এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যাওয়ার কথা জানিয়েছেন। সাপোর্ট টু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের এফডিসি (চলচ্চিত্র উন্নয়ন...