জীবনের জন্য অপরিহার্য বিশুদ্ধ পানি। পরিশুদ্ধ পানির সঠিক সরবরাহ নিশ্চিত করা নাগরিক জীবনের অন্যতম মৌলিক অধিকারও। রাজধানী ঢাকা এবং এর আশপাশের এলাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে স্বাধীনতার পর থেকে ঢাকা ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যুয়ারেজ অথরিটি (ঢাকা ওয়াসা) এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে। ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) নেতৃত্বে একদল দক্ষ প্রকৌশলী, কর্মকর্তা-কর্মচারী দিনরাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, যাতে মানুষের দোরগোড়ায় নিরাপদ পানি পৌঁছে দেয়া যায়। ঢাকা ওয়াসার যাত্রা শুরু ১৯৬৩ সালে, মূলত ঢাকা শহরে পানির জোগান এবং পয়ঃনিষ্কাশনের উন্নত ব্যবস্থা গড়ে তুলতেই এ সংস্থার সৃষ্টি। ১৯৭১ সালে স্বাধীনতার পর এই প্রতিষ্ঠান নতুনভাবে পুনর্গঠিত হয় ও সরকারের নির্দেশনায় জনস্বার্থে কাজ শুরু করে। ওয়াসার প্রধান লক্ষ্য হলো বিশুদ্ধ পানি সরবরাহ, নেটওয়ার্ক সম্প্রসারণ এবং পয়ঃনিষ্কাশনের আধুনিক ব্যবস্থা চালু করা। ঢাকা ওয়াসার অন্যতম প্রধান পানির...