বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)-এর নবনিযুক্ত মহাপরিচালক ড. শরিফুল হক ভূঞা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার দুপুর সাড়ে ১২টায় বাকৃবি উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা ও গবেষকরা উপস্থিত ছিলেন। আলোচনায় কৃষি গবেষণা ও উচ্চশিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়। পাশাপাশি গবেষণার ক্ষেত্র সম্প্রসারণ, যৌথ উদ্যোগে কার্যক্রম গ্রহণ এবং জ্ঞান বিনিময়ের ওপর গুরুত্ব আরোপ করা হয়। অনুষ্ঠানে বক্তারা কৃষি গবেষণায় আধুনিক প্রযুক্তির প্রয়োগ, উদ্ভাবিত জাতের ব্যবহার এবং ভবিষ্যৎ প্রজন্মকে কৃষি উন্নয়নে সম্পৃক্ত করার প্রয়োজনীয়তার ওপর আলোকপাত...