কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের ওপর হামলা চালানোর একদিন পর এবার ইয়েমেনের রাজধানী সানা ও আল-জাওফ গভর্নরেটে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৯ জন নিহত ও ১১৮ জন আহত হয়েছেন। খবর আলজাজিরার। ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সানার আল-তাহরির পাড়ার বাড়িঘর, একটি চিকিৎসা কেন্দ্র ও আল-জাওফের রাজধানী আল-হাজমের একটি সরকারি ভবনসহ বেসামরিক ও আবাসিক এলাকায় এই হামলা চালানো হয়েছে। হামলার পর বেসামরিক প্রতিরক্ষা দলগুলো আগুন নেভানো ও ধ্বংসস্তূপ থেকে আহতদের উদ্ধারের কাজ করছে। হুতি পরিচালিত আল মাসিরাহ টিভি চ্যানেল জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় স্বাস্থ্য খাতের একটি চিকিৎসা কেন্দ্র ও স্থানীয় সরকারি ভবন লক্ষ্যবস্তু করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে সানায় হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানায়, এই হামলা হুতি সন্ত্রাসী সরকারের সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করার উদ্দেশ্যে চালানো হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী...