নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি মঙ্গলবার পদত্যাগ করেছেন। দুর্নীতির অভিযোগ ও সরকারের ব্যর্থতার বিরুদ্ধে কয়েক সপ্তাহ ধরে চলা আন্দোলন সোমবার রূপ নেয় সহিংসতায়। সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা ছিল এই বিস্ফোরণের প্রধান কারণ। সরকার দুই ডজনের বেশি সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞা দিলে তরুণ প্রজন্ম রাস্তায় নামে। সোমবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হন অন্তত ১৯ জন। আহত হন চার শতাধিক। সেদিন রাতেই জনচাপের মুখে অলি সরকার নিষেধাজ্ঞা তুলে নিতে বাধ্য হয়। কিন্তু বিশ্লেষকেরা বলছেন, কেবল নিষেধাজ্ঞাই নয়, দীর্ঘদিনের ক্ষোভ ও হতাশা এই আন্দোলনকে এত দ্রুত সহিংসতায় ঠেলে দিয়েছে। মঙ্গলবার বিক্ষোভ চলেছে। এ সময় সংসদ ভবন, মন্ত্রীদের বাড়ি এমনকি অলি নিজ বাসভবনেও আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। এই আন্দোলন মূলত তরুণ প্রজন্মের, বিশেষ করে জেনারেশন জি-এর। আন্দোলনের অগ্রভাগে রয়েছেন কাঠমান্ডুর তরুণ মেয়র ও...