২০২৪ সালের আগস্টের পর দেশের শেয়ারবাজারে টানা ৯ কার্যদিবস (২৪ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর) হাজার কোটির বেশি টাকার লেনদেন হয়েছিল। তবে গতকাল বুধবার সেই ধারবাহিকতা হারিয়েছে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। আলোচ্য সময়ে বাজারটিতে লেনদেন হয়েছে ৯৪৯ কোটি টাকার কিছু বেশি। এদিন লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর কমেছে। পাশাপাশি সবগুলো মূল্য সূচক পয়েন্ট হারিয়েছে। ডিএসইর বাজার পর্যালোচনায় দেখা গেছে, হাজার কোটির লেনদেনের ৯ দিনে মোট টাকার পরিমাণ ছিল ১১ হাজার ৬৪৪ কোটি টাকার বেশি। বাজার সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘ সময় পর শেয়ারবাজার হাজার কোটি টাকার ঘরে এলেও এ নিয়ে উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই। বাজারের আকার বা তালিকাভুক্ত কোম্পারি পরিমাণ হিসেবে লেনদেন এখনো তুলনামূলক নয়। তবে পরিবেশ পরিস্থিতি ও বাজার তদারকি সঠিকভাবে চলতে থাকলে বিনিয়োগকারীদের অংশগ্রহণ আরও বাড়বে...