চট্টগ্রামের মিরসরাইয়ে পারিবারিক বিরোধের জেরে বাবার ছুরিকাঘাতে মো. শাহেদ (২৪) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মিরসরাইয়ের পশ্চিম মায়ানী ঘড়ি মার্কেট এলাকার শেখ আজমের বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত শাহেদ চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের শিক্ষার্থী ছিলেন। নিহত শাহেদের মা কামরুজাহান জানান, তার স্বামী নুর জামান প্রবাস থেকে ফিরে পরিবারকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করেন। আজ সন্ধ্যায় তিনি নতুন স্ত্রীকে বাড়িতে নিয়ে আসেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এরই একপর্যায়ে নুর জামান তার ছেলে শাহেদকে...