এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৯ উইকেটে হারিয়েছে ভারত। আমিরাতের দেওয়া ৫৮ রানের টার্গেট ৯ উইকেট হাতে নিয়েই স্পর্শ করে তারা। সংযুক্ত আরব আমিরাত মাত্র ৫৭ রানে অলআউট হওয়ার পর ভারত মাত্র ৪ দশমিক ৩ ওভারে ৬০ রান করে জয় নিশ্চিত করে। ব্যাট হাতে অভিষেক শর্মা ১৬ বল খেলে ৩০ রান করেন এবং শুভমান গিল ৯ বল খেলে ২০ রানে অপরাজিত থাকেন। এর আগে টস জিতে প্রথমে ফিল্ডিং নেয় ভারত। শুরুতেই জসপ্রিত বুমরাহ ইয়র্কারে আমিরাতের ব্যাটিং লাইনআপে ধস নামান। আলিশান শরাফুকে ফিরিয়ে দেওয়ার পর বরুণ চক্রবর্তী তুলে নেন মোহাম্মদ জোহাইবকে। ইনিংসের নবম ওভারে কুলদীপ যাদব একাই নেন তিনটি উইকেট। রাহুল চোপড়া, অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম এবং হারশিত কৌশিককে ফেরত পাঠান তিনি। শেষ দিকে তিনি হায়দার আলিকেও ফিরিয়ে দেন।...