অ্যাডভার্টাইজিং ও টেকনোলজি ফার্ম অ্যানালাইজেন প্রতিষ্ঠার ১৭ বছর উদযাপন করেছে নানা আয়োজনে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৩ দিনের উৎসব আয়োজনে মেতে ওঠার কথা জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে বলা হয়, উৎসব আয়োজন পরিণত হয় মিলনমেলায়। তিনশোর বেশি সাবেক অ্যানালাইজেন কর্মী, ক্লায়েন্ট, পার্টনার আর স্টেকহোল্ডার অংশ নিয়ে নানা আড্ডা আর স্মৃতিচারণ করেন, শুভেচ্ছাবার্তা দেন। অ্যানালাইজেনের যাত্রা শুরু হয় ২০০৮ সালে। বিদেশে শাখা অফিস চালুর কথা জানিয়েছে কোম্পানিটি।...