বলিউডে ২০ বছর রাজত্ব করেছেন, একটানা ৪০ বছর কাজ করেছেন। গুরু দত্ত, অশোক কুমার, দিলীপ কুমার, রাজকুমার, মনোজ কুমার, রাজেশ খান্না থেকে অমিতাভ বচ্চনের মতো বড় শিল্পীদের সঙ্গে কাজ করেছেন। উপহার দিয়েছেন অনেক সুপারহিট ছবি। বলছিলাম, একসময়ের শীর্ষ অভিনেত্রী মালা সিনহার কথা। কথিত আছে যে একজন শীর্ষ অভিনেত্রী হওয়া সত্ত্বেও তিনি ছিলেন অত্যন্ত কৃপণ। লাখ লাখ কোটি টাকা আয় করা নায়িকা নিজেই ঘরের সব কাজ করতেন। অর্থ অপচয় এড়াতে চাকরও রাখতেন না। ছয়ের দশকের সুপারহিট অভিনেত্রীর উত্থানটা ছিল উল্কাগতির মতো। কিন্তু একটা ভুলেই শেষ হয়ে যায় তার ক্যারিয়ার। সুপারহিট ছবির নায়িকার কেলেঙ্কারি ফাঁস হতেই শিউরে ওঠে ভক্তরা। ভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুসারে, সালটা ১৯৭৮। তখন মালা সিনহার সিনে ক্যারিয়ার মধ্যগগণে। হঠাৎই আয়কর দপ্তরের কর্তারা হানা দিল অভিনেত্রীর বাড়িতে। মালার বাথরুম থেকে...