কয়েকদফায় তারিখ বদল হওয়ায় এক ধরনের অনিশ্চয়তা ছিল, যা নিয়ে তৈরি হয়েছিল জল্পনাও। সেসব সংশয় পেছনে ফেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদে (জাকসু) নিজেদের প্রতিনিধি নির্বাচনের অপেক্ষায় শিক্ষার্থীরা। সবুজে ঘেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩৩ বছর পর হতে যাওয়া এ নির্বাচনে বৃহস্পতিবার সকাল থেকে একটি ভোট উৎসব দেখার আশা তাদের। ভোটের আগে শান্ত ক্যাম্পাসে ২১টি হলে ভোট দেবেন প্রায় ১২ হাজার শিক্ষার্থী। দশমবারের মত হতে যাওয়া জাকুস নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট নিতে যাবতীয় প্রস্তুতিও সেরে ফেলেছে ভোটের জন্য গঠিত নির্বাচন কমিশন। নিরাপত্তা নিয়ে শঙ্কা না থাকারও কথাও বলছে তারা। বুধবার শেষ মুহূর্তে ভোটকেন্দ্র, বুথ, নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ আর নির্বাচনি সরঞ্জাম গোছগাছের কাজে ব্যস্ত সময় পার করছেন নির্বাচন সংশ্লিষ্টরা। প্রার্থীরা প্রচারে না থাকলেও ভোটের দিনে কর্মী-সমর্থকদের ব্যবস্থাপনা আর যাবতীয় প্রস্তুতি সেরে নিতে...