চীনের সামরিক কুচকাওয়াজ ঘিরে গত সপ্তাহে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের অভূতপূর্ব উপস্থিতি বিশ্বে আলোচনার জন্ম দিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন এই দৃশ্যকে আখ্যা দিয়েছে ‘স্বৈরশাসক জোটের’ উত্থান হিসেবে। তবে কূটনীতিক, বিশ্লেষক ও আইনপ্রণেতাদের মতে, এই জোট আপাতদৃষ্টিতে যতটা ভয়াবহ মনে হচ্ছে, বাস্তবে ততটা দৃঢ় নয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমনটাই উঠে এসেছে। চীন, রাশিয়া ও উত্তর কোরিয়ার একসঙ্গে উপস্থিতি আন্তর্জাতিক রাজনীতিতে বড় ধরনের প্রতীকী বার্তা দিলেও আনুষ্ঠানিক কোনও ত্রিপক্ষীয় সম্মেলন হয়নি। মূল অর্থনৈতিক চুক্তিগুলোও এখনও অনিশ্চিত। বিশ্লেষকেরা বলছেন, সহযোগিতার অস্পষ্ট প্রতিশ্রুতি হয়তো আসন্ন সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য আলোচনায় চাপ সৃষ্টি করার কৌশল। ওয়াশিংটনভিত্তিক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ ভিক্টর চা বলেন, ‘আমি...