এশিয়া কাপের মঞ্চে নামার আগে সতর্ক কিন্তু আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। তার চোখে টি-টোয়েন্টি শুধু ছক্কা হাঁকানোর খেলা নয়, বরং প্রতিপক্ষ ও পরিস্থিতি বুঝে খেলাই আসল চ্যালেঞ্জ। হংকংয়ের বিপক্ষে এশিয়া কাপ খেলার আগে সংবাদ সম্মেলনে কথা বলেন লিটন। তিনি সতর্ক করে জানান, টি-টোয়েন্টি কেবল ব্যাটে ছক্কা মারার ম্যাচ নয়, পরিস্থিতি বুঝেও খেলতে হবে। অধিনায়ক বলেন, “টি-টোয়েন্টিতে বড় ছয় মারার ফায়দা অবশ্যই আছে। কিন্তু প্রতিপক্ষ ও পরিস্থিতি বোঝা আরও জরুরি। শুধু ছক্কা মারার চেষ্টার মধ্যে আটকে থাকা চলে না। স্মার্ট ক্রিকেট খেলতেই হবে। ” বাংলাদেশের সাম্প্রতিক সিরিজগুলোতে টপ অর্ডার ব্যাটাররা আলো ছড়িয়েছেন। কিন্তু মিডল অর্ডারের সুযোগ ছিল সীমিত। নেদারল্যান্ডস সিরিজের তৃতীয় ম্যাচে সুযোগ হলেও তাওহীদ হৃদয়রা প্রত্যাশিত পারফরম্যান্স দিতে পারেননি। তবে লিটন আশাবাদী। লিটন বলেন, “মিডল অর্ডারের খেলোয়াড়রা দায়িত্ব পেলে...