২০২৪ সালের কোটা আন্দোলন চলাকালীন ১৬ জুলাই হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) সংলগ্ন এলাকায় সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলাকারী হিসেবে ৭৯ জনের নাম প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু হাসান স্বাক্ষরিত এ তালিকা প্রকাশিত হয়।জানা যায়, ২০২৪ সালের ১৬ জুলাই কোটা আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে হাবিপ্রবি শাখা ছাত্রলীগের। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই এ ঘটনার সাথে জড়িত ছাত্রলীগ নেতাকর্মীদের বিচার দাবি করে আসছে বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক ছাত্রসংগঠনগুলোসহ সাধারণ শিক্ষার্থীদের একটি অংশ। এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করে উপাচার্য বরাবর স্মারকলিপিও দেয় তারা।ঘটনার এক বছর পর অবশেষে ‘ক’ ও ‘খ’ দুই ক্যাটাগরিতে ৭৯ জনের নাম প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ‘ক’ ক্যাটাগরিতে থাকা ৪১ জন শিক্ষার্থীর...