বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বানের মতো ঘটনা আর ঘটতে দেওয়া যাবে না। আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে যান। ডাকসু নিয়ে মন খারাপ হওয়ার কিছু নেই। হতাশ হওয়ার কিছু নেই। এটা আমাদের জন্য আরেকটা ছবক। আমাদেরকে আদর্শের ওপর থাকতে হবে। আমাদেরকে সতর্ক সাবধান হওয়ার জন্য আল্লাহ তাআলা এটা দিয়েছেন। তাহলে আমাদেরকে আজকে শপথ গ্রহণ করতে হবে আগামী ফেব্রুয়ারির নির্বাচনে ঐক্যবদ্ধভাবে বিএনপিকে ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। বুধবার বিকালে ফেনীর ফরহাদ নগরে খাইয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে জেলা ও সংসদীয় আসন ভিত্তিক প্রাথমিক সদস্য সংগ্রহ নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ফরহাদনগর ইউনিয়ন বিএনপির আহবায়ক বেলায়েত হোসেন বাচ্চু চেয়ারম্যানের সভাপতিত্বে প্রধান...