ওয়াশিংটন ডিসির একটি রেস্তোরাঁয় খাবার খাওয়ার সময় ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীদের তোপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় বিক্ষোভকারীরা তাকে ‘আমাদের সময়ের হিটলার’ বলে স্লোগান দেন। খবর এনডিটিভির। হোয়াইট হাউসের কাছে জো’স সিফুড, প্রাইম স্টেক অ্যান্ড স্টোন ক্র্যাবে এই ঘটনা ঘটে। ট্রাম্প যখন তার মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে রাতের খাবার খাচ্ছিলেন, তখন বিক্ষোভকারীরা ‘ফ্রি ডিসি’ ও ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দিতে শুরু করে। বিক্ষোভকারীদের মুখোমুখি হয়ে ট্রাম্প হেসে মাথা নাড়েন ও পরে তাদের চলে যাওয়ার ইঙ্গিত দেন। সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, অন্যান্য গ্রাহকরা বিক্ষোভকারীদের ধমক দেন ও একপর্যায়ে তাদের রেস্তোরাঁ থেকে বের করে দেওয়া হয়। নারীবাদী কর্মী গোষ্ঠী কোড পিঙ্ক এই প্রতিবাদের দায় স্বীকার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করে। তারা লিখেছে, ‘ট্রাম্প, জেডি ভ্যান্স, মার্কো রুবিও, পিটার হেগসেথ ও অন্যরা...