বিজিবির উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জসীম উদ্দীন জানান, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহলদল উখিয়ার সীমান্ত পিলার বিডি-২১ সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। এসময় মিয়ানমারের দিক থেকে ১০-১২ জনের এক সংঘবদ্ধ চক্র বাংলাদেশের ভেতরে প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাদেরকে চ্যালেঞ্জ করে। এ সময় চোরাকারবারিরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা প্রদর্শন করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যদের তৎপরতার মুখে তারা খালে ঝাঁপিয়ে পড়ে ও সাঁতরে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে...