গতকাল পর্দা উঠেছে ২০২৫ এশিয়া কাপের। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে হংকংকে হারিয়ে আসর শুরু করেছে আফগানিস্তান। আগামীকাল (বৃহস্পতিবার) হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। এবারের এশিয়া কাপে বাংলাদেশের লক্ষ্য শিরোপা জয়। মহাদেশীয় এই টুর্নামেন্টে অংশ নিতে সংযুক্ত আরব আমিরাতে এসে এমনটাই জানিয়েছেন অধিনায়ক লিটন কুমার দাস। এবার হংকংয়ের বিপক্ষে ম্যাচের আগের দিনও লিটন জানিয়ে দিলেন, কতটা আত্মবিশ্বাসী তিনি। আবুধাবিতে কাল বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। কিন্তু এখনো জায়েদ ক্রিকেট স্টেডিয়ামের উইকেট দেখা হয়নি লিটনদের। তবে আফগানিস্তান-হংকংয়ের প্রথম ম্যাচ দেখে লিটন ধারণা করছেন, উইকেট বেশ ভালো। তাই জয়ের বিকল্প দেখছেন না তিনি। ম্যাচের আগের দিন আজ (বুধবার) সংবাদ সম্মেলনে আসেন লিটন। এ সময় তিনি বলেন, ‘উইকেট দেখার এখনো সুযোগ হয়নি। কিন্তু আগের ম্যাচটি দেখেছি কিছুটা, দেখে...